ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি

ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

বুধবার (১০ আগস্ট) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।

বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোর্চার কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ প্রমুখ।

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণ মানবে না শীর্ষক প্রতিবাদ সমাবেশে ‘দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি চলবে না’, ‘জনমত উপেক্ষা করে বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি চক্রান্ত রুখো, রুখতে হবে’ এসব স্লোগান দেওয়া হয়।

এ সময় ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গ্যাসের মূল্য হার পরিবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি চলছিলো। বিইআরসি চেয়ারম্যানের সভাপতিত্বে শুনানিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মকসুদুল হক ও মুরশেদুর রহমান।

চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল)।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।