ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল জেলা বিএনপির সভাপতি চাঁনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
বরিশাল জেলা বিএনপির সভাপতি চাঁনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

বরিশাল: হরতাল-অবরোধে আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনসহ ১০ জন নেতাকর্মীর বিরূদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার এসআই হেলালুজ্জামান আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে অন্য অভিযুক্তরা হলেন- জেলা (দক্ষিণ) বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল হাসান আজিম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মিন্টু, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রাহাত, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাব্বির, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জমান ওরফে মারুফ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদসহ ১০ জন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ১২ মার্চ রাত সাড়ে ১০টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও দু’টি সেরেস্তায় আগুন ধরিয়ে দেন আসামিরা।

এ ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার এসআই মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এএসঅার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।