ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধামরাইয়ে শেখ মুজিবুরের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ধামরাইয়ে শেখ মুজিবুরের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত

ঢাকা নর্থ ব্যুরো:(ধামরাই): ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুরে এ উপলক্ষে ধামরাইয়ের যাত্রাবাড়ী খেলার মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক।
 
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এসময় ধামরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ধামরাই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হাসান তুহিন।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহীন, ঢাকা জেলা যুবলীগের সভাপতি মো. শফিউল আলম বারকু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোহাদ্দেছ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহবুর তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন স্বপন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।       

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।