ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অপহরণের এক বছর পর কুমিল্লায় যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
অপহরণের এক বছর পর কুমিল্লায় যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

কুমিল্লা: অপহরণের বছর খানেক পর কুমিল্লার নগরের ঠাকুরপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে তারিকুল ইসলাম টিটু নামে এক যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লার দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি।

 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়।  

কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২ জুলাই নগরের রেইসকোর্স এলাকা থেকে অপহৃত হন টিটু। এ ঘটনায় টিটুর স্ত্রী দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মামলাটি কুমিল্লা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্তের পর সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে টিটুর কঙ্কাল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।