ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জয় বাংলা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিকভাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
‘জয় বাংলা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিকভাবে’

ঢাকা: জয় বাংলা এখন শুধু বাংলাদেশের নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিকভাবেও বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের আজকের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ আজকের যে অবস্থানে এসেছে, তাতে কেউ আওয়ামী লীগকে অবহেলা করতে পারবে না।

গতকাল (শনিবার) বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা, যারা সম্মেলনে এসেছেন, তারা বক্তব্য দিয়ে গেছেন। তারা সবাই আওয়ামী লীগের প্রশংসা করে গেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে গেছেন। জিয়াউর রহমানের সময় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিলো। সে সময় শুধু আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিতো। আজকে সেই স্লোগান আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে’।

রোববার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আনতে হবে। এখানে বসে থাকলে হবে না। কাজ করতে হবে। মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। গত সাত বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে, তার সুফল জনগণ পাবে আবারও ক্ষমতায় এলে। বিএনপির লুটেরারা এলে সেটা হবে না’।

‘আজকে আওয়ামী লীগকে কেউ অবহেলা করতে পারে না’ মন্তব্য করে টানা ৩৫ বছর আওয়ামী লীগের দায়িত্বে থাকা শেখ হাসিনা বলেন, ‘সম্মেলনে ৫৫ জন বিদেশি অতিথি এসেছেন। তারা শুভেচ্ছা বক্তব্যও রেখেছেন। প্রত্যেকে বক্তব্যে আওয়ামী লীগের প্রশংসা করেছেন। জয় বাংলা স্লোগান সবাই কিন্তু দিয়ে গেছেন মোটামুটি’।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘জয় বাংলা স্লোগান একদিন নিষিদ্ধ ছিলো এই বাংলাদেশে। জিয়াউর রহমান এসে এই স্লোগান নিষিদ্ধ করেছিলেন। আমরা আওয়ামী লীগাররা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বলে এ স্লোগান জীবিত রেখেছি’।

‘আজকে এ স্লোগান শুধু আমাদের দলের নয়। বিশ্বের বরেণ্য নেতারা সেই স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের বিজয়ের বাণী শুনিয়ে গেছেন। এটাই তো আওয়ামী লীগের বড় অর্জন। এ সম্মান ধরে রাখতে হবে’।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।