ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে ৬ ইউপিতে আওয়ামী লীগ ২, বিদ্রোহী ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
শরীয়তপুরে ৬ ইউপিতে আওয়ামী লীগ ২, বিদ্রোহী ৪

শরীয়তপুর: শরীয়তপুরের আট ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয়টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে দুই ইউপিতে আওয়ামী লীগ ও চারটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট ইউপির ৫১ কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

নির্বাচনে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের অপর বিজয়ী প্রার্থী হলেন ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউপির মো. মীর মামুন।

আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন- গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউপির মো. ওসমান গণি বেপারি, কুচাইপট্টি ইউপির নাসির উদ্দিন স্বপন, নড়িয়া উপজেলার নশাসন ইউপির মো. বাবুল হোসেন মোল্যা ও শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউপির শাহজাহান ঢালী।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।