ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীন নির্বাচন কমিশনের দাবি বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
স্বাধীন নির্বাচন কমিশনের দাবি বিএনপির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। একইসঙ্গে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের গ্যারান্টিও চান তিনি।

মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।  

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। তার জন্য একটি স্বাধীন, সার্বভৌম নির্বাচন কমিশন দরকার। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের গ্যারান্টি পেলে বিএনপি অবশ্যই তাতে অংশ নেবে।

নোমান আরও বলেন, পাকিস্তানের বিজাতীয় শোষণের বিরুদ্ধে যে লড়াই একাত্তরে শুরু হয়েছিল, তা আজও শেষ হয়নি। এখনো দেশে গণতন্ত্র নেই, আজো কথা বলার অধিকার নেই। হামলা আর মামলা রাজনীতিকদের নিত্য সঙ্গী।

বিএনপি নেতা বলেন, দেশে জনগণের ভোটাভুটির সুযোগ সৃষ্টি করতে হবে। যার প্রধান বাহন নির্বাচন কমিশন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এমন পরিস্থিতি তাদেরই সৃষ্টি করতে হবে।

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, খাদ্য উৎপাদন হচ্ছে, কিন্তু সেসব কেনার ক্ষমতা সাধারণ মানুষের নেই।

১০ টাকা চাল বিতরণের নামে আওয়ামী লীগ কর্মীরা লুটপাট করছে অভিযোগ করে নোমান বলেন, এ বিষয়ে প্রতিদিন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও তার কোনো প্রতিকার হচ্ছে না।

তিনি বলেন, প্রতিদিন দেশে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলে গুলি চলছে, জবাই হচ্ছে। এসব ক্ষেত্রে পুলিশ, প্রশাসনের নিরবতা আমাদের হতাশ করে তুলেছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণের ভোটাধিকার জরুরি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।