ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
‘জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল বিএনপি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সিলেট: জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রিকাবি বাজার কাজী নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে জামায়াত নির্ভরশীল দল আখ্যায়িত করে ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েও কয়েক ঘণ্টার ব্যবধানে সরে যায়। এটি তাদের দলীয় সিদ্ধান্ত ছিল না। জামায়াতের সিদ্ধান্তেই তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল।  

ওমর ফারুক বলেন, এখন দেশের জনগণের সঙ্গে তামাশা করার খেসারত দিচ্ছে তারা।

সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির পরিচালনায় সভায় বক্তব্য দেনন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, আহমদ আল কবীর, শহীদ সেরনিয়াবাত, নুরুন নবী চৌধুরী শাওন এমপি, জাকির খান, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন সেন্টু।

আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম ও সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন কামরান প্রমুখ।

বাংলাদেশ সময়:  ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনইউ/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।