ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে নির্বাচন থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থীসহ ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
লক্ষ্মীপুরে নির্বাচন থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থীসহ ৬

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক চৌধুরীসহ ৬জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক চৌধুরীসহ ৬জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১১ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা নির্বাচন থেকে সরে দাড়ান।

সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা সদস্য প্রার্থীরা হলেন ৩ নম্বর ওয়ার্ডের নুর নবী, ৭ নম্বর ওয়ার্ডের মঈনুল হোসেন ও আমিনুল বারী মোহাম্মদ শামছুল ওমর, ৪ নম্বর ওয়ার্ডের জাফর উল্যাহ দুলাল হাসান ও দেলোয়ার হোসেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক চৌধুরী জাতীয় পার্টির (মতিন) লক্ষ্মীপুর জেলা সভাপতি।

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হচ্ছেন, বর্তমান প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।