ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন হুমায়ুন কবীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন হুমায়ুন কবীর

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) হুমায়ুন কবীর রুমান ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেরপুর: শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) হুমায়ুন কবীর রুমান ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট।

বুধবার (২৮ ডিসেম্বর)  বিকেলে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা ডা. এ এম পারভেজ রহিম এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।