ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাশিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
রাশিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পাতাল রেলে সন্ত্রাসী হামলায় ১০ জন নিহতসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভবুদ্ধিহীনদের হাতে এভাবে নিরীহ মানুষ খুনের তীব্র নিন্দা জানান তি

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একথা জানানো হয়।
 
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে পাঠানো শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ শহরের পাতাল রেলে সন্ত্রাসী হামলায় ১০ জনের মতো রাশিয়ান নাগরিক নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনা জেনে আমি গভীর শোকাহত ও হতভম্ব।


 
তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে এ সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। এই দুঃখের সময়ে আমরা রাশিয়ার জনগণ ও সরকারের পাশে আছি।
 
শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী সন্ত্রাসীই। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো সভ্য সমাজে তাদের ঠাঁই নেই। আসুন সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করি।
 
বার্তায় দিমিত্রি মেদভেদেভকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনার প্রতি এবং আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক জানাই।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।