ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ রুখতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের গণস্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
জঙ্গিবাদ রুখতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের গণস্বাক্ষর জঙ্গিবাদ রুখতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের গণস্বাক্ষর

লক্ষ্মীপুর: জঙ্গিবাদ রুখতে গণসচেতনতা বৃদ্ধি ও দমনের অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুরে গণস্বাক্ষর এবং উন্মুক্ত মতামত গ্রহণ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্রলীগের উদ্যেগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কেএম বাপ্পি কবির, জাবেদ মনোয়ার, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রিয়াদ হোসেন রিফাত, কলেজ হোস্টেল শাখা ছাত্রলীগের সভাপতি মাঈন উদ্দিন ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কামরান হাসান কাউছারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মী গণস্বাক্ষর ও উন্মুক্ত মতামত গ্রহণ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।