ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাইকোর্টের আদেশে প্রার্থীতা পাচ্ছেন মেহেরপুর পৌর মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
হাইকোর্টের আদেশে প্রার্থীতা পাচ্ছেন মেহেরপুর পৌর মেয়র

মেহেরপুর: প্রায় দেড়যুগ পর হতে যাওয়া মেহেরপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

তার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বধুবার (৫ এপ্রিল) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ খান রাজিব।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, আদালত বর্তমান মেয়রকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তার বাতিল হওয়া প্রার্থীতা তিনি এখন ফেরত পাবেন।  

প্রায় দেড় যুগ পর ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে।  
এর আগে ২৯ মার্চ প্রার্থীতা যাচাই-বাছাইয়ে মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর হলফনামায় অসত্য তথ্য থাকার অভিযোগ এনে প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মেহেরপুর জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান।

এর বিরুদ্ধে ৩০ মার্চ আপিলের পর মেহেরপুর জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের আদেশ বহাল রাখেন। পরে মোতাচ্ছিম বিল্লাহ মতু হাইকোর্টে রিট করেন।  
এ বিষয়ে মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু বাংলানিউজকে বলেন, স্থানীয় সরকার আইন ও বিধির অপব্যাখ্যা করে আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। যেটি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সমুচিত হয়নি। নির্বাচনে হার-জিত বড় কথা নয়, কিন্তু আমার প্রতি তারা অবিচার করেছেন।  

এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক মাহফিজুর রহমান রিটন, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
ইএস/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।