ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেয়রের দায়িত্ব নিয়েই মশক নিধনের নির্দেশ বুলবুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
মেয়রের দায়িত্ব নিয়েই মশক নিধনের নির্দেশ বুলবুলের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনায় রাসিক মেয়র বুলবুল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: কয়েক মাস ধরেই মশার কামড়ে অতিষ্ট ছিল নগরবাসী। তাই দায়িত্ব নিয়েই মশক নিধনের নির্দেশ দিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

২৩ মাস পর বুধবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মেয়রের চেয়ারে বসেন বুলবুল। পরে দুপুরে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকে মশক নিধনের জন্য নির্দেশ দেন। এ সময় সংশ্লিষ্টদের আগামী ২১ দিনের মধ্যে মশক নিধনের সময় বেঁধে দেন রাসিক মেয়র।

সিটি করপোরেশনের বিভাগীয় প্রধানদের নিয়ে আলোচনাকালে মেয়র বুলবুল বলেন, আগামী ২১ দিনের মধ্যে নিধন কার্যক্রম চালিয়ে মশার অত্যাচারের মাত্রা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণ মানুষের অর্থে করপোরেশন চলে। তাই এখানে বাস করা সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা সবার আগে চিন্তা করতে হবে।

যতদিন মেয়রের দায়িত্বে থাকবেন ততদিন মানুষ যেন করপোরেশনের নাগরিকসেবা থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখবেন বলেও জানান মেয়র বুলবুল।

এছাড়া মহানগরীর তালাইমারী এলাকায় কসাইখানা নির্মাণে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন তিনি। পরে তিনি নগর ভবনের বিভিন্ন দফতর পরিদর্শন করেন।

দীর্ঘদিন ধরে দায়িত্বপ্রাপ্ত মেয়র না থাকায় থেমে ছিলো সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম। গত ১৫ ফেব্রুয়ারি থেকে সিটি করপোরেশন যে মশক নিধন অভিযান শুরু করেছিলো তা ছিল নামমাত্র। তবে সেই কার্যক্রমও আবার কয়েদিনের মধ্যে ঝিমিয়ে পড়ে। ফলে মশার যন্ত্রণা থেকে রেহাই মিলছে না নগরবাসীর।

এর আগে ২৩ মাস পর গত রোববার (০২ এপ্রিল) দুপুরে নগর ভবনে গিয়ে দায়িত্ব নেন বুলবুল। কিন্তু ১০ মিনিটের মধ্যেই মন্ত্রণালয়ের নির্দেশে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত হন রাসিকের এই মেয়র। পরে মঙ্গলবার (০৪ এপ্রিল) সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন বুলবুলের আইনজীবী।

রিট আবেদনের শুনানি শেষে তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পরে বুধবার আবারও মেয়রের দায়িত্ব গ্রহণ করেন বুলবুল।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।