ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুর উপ-নির্বাচনে মনোনয়ন পেলেন আ’লীগের মোখছেদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
সৈয়দপুর উপ-নির্বাচনে মনোনয়ন পেলেন আ’লীগের মোখছেদুল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে মনোনয়ন পেলেন রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন।

উপ-নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের বাছাইয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে মনোনয়ন পান তিনি।

রোববার বিকেলে (৯ এপ্রিল) সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাবে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের নেতৃত্বে নেতা-কর্মীদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের ১৭৫ ভোটার অংশ নেন।

প্রাপ্ত ভোটে মোখছেদুল মোমিন পান ১৬০ ভোট, তার নিকটবর্তী প্রার্থী হিটলার চৌধুরী ভুলু পান ১২ ভোট ও মো. মতি জোতদার পান ৩ ভোট।
ভোটের এই তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।

মোখছেদুল মোমিন ১৬ মে ঘোষিত উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন বলে সূত্র নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।