ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাটকেলঘাটায় জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
পাটকেলঘাটায় জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে শিবির সভাপতিসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে পাটকেলঘাটা থানার বড়কাশিপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বড়কাশিপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে হাসান আলী খান (৪৬), হাসান আলী খানের ছেলে ও সরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি ইমামুল হোসেন (২৭), একই গ্রামের শেখ জিল্লুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৯) ও নগরঘাটা গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে সাইদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, জামায়াত-শিবিরের বহু সংখ্যক নেতাকর্মী পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের নাশকতার উদ্দেশে বড় কাশিপুর হাসান আলীর বাড়িতে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে গেলেও ৪ জনকে আটক করা হয়।

এসময় পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বইসহ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মাসিক পত্রিকা ও সিলেবাস উদ্ধার করে। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।