ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ পাওয়ায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১১ এপ্রিল) কমিশনের নির্ধারিত বৈঠকে তদন্ত কর্মকর্তা সুমিত্রা সেনের আবেদনের ভিত্তিতে কমিশন চার্জশিটের অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বাংলানিউজকে জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তৎকালীন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ড. মো. মাহবুবুর রহমান ও মন্ত্রীর ছেলে সজল ট্রাভেলস ইন্টারন্যাশনালের মালিক খন্দকার মাহবুব হোসেন মিলে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন।

আর সেই দুর্নীতির প্রমাণ মেলায় কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ২০০৩ সালে বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক অনুমোদিত অপারেশনাল প্ল্যান ২০০৫-০৬ অর্থ বছরের অধীন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বৈদেশিক প্রশিক্ষণের কথা ছিলো। ফলে যারা বিদেশ গমন করবেন তাদের টিকিট সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ড. মাহবুবুর রহমানকে দিয়ে সরকারের ৪৯ লাখ সাত হাজার ৮শ’ ৮ টাকা আত্মসাত করেছেন আসামি।

২০০৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করে তৎকালীন দুদকের উপ-সহকারী পরিচালক (বর্তমান উপ-পরিচালক) মো. লুৎফর রহমান। মামলা নাম্বার ৫। আর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন দুদক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭ (আপডেট সময়: ১৭১০)
এসজে/ওএইচ/এএসআর/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।