ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্লাবিত হাওরাঞ্চল পরিদর্শন করলেন মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
প্লাবিত হাওরাঞ্চল পরিদর্শন করলেন মির্জা ফখরুল

নেত্রকোনা: বন্যা কবলিত নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে পৌঁছেন তিনি। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে খালিয়াজুরী হাওরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের খোঁজ খবর নেন।

এসময় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর, বিএনপির কৃষি বিষয়ক সহ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মো. এজমল হোসেন পাইলট, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক শরিফুল হাসান আরিফ, কৃষি বিষয়ক সহ সম্পাদক মো. সানোয়ার আলম, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডা. আনোয়ারুল হকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।