ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তালতলীতে ৫ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
তালতলীতে ৫ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রোবাবর (১৬ এপ্রিল) সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে ভোট দিতে শুরু করেন ভোটাররা। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়।  

তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫টি ভোট কেন্দ্রে ভোট চলছে। এ পাঁচ ইউপিতে মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৪৭৪ জন। এদের মধ্যে পুরুষ ২৬ হাজার ২৪ জন এবং নারী ২৬ হাজার ৪৫০ জন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।