ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
গোপালপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইল: ভোট কেন্দ্র দখল ও এজেন্টকে মারধরের অভিযোগ এনে টাঙ্গাইলের গোপালপুরের ৫নং নগদা শিমলা ইউনিয়নের বিএনপি প্রার্থী আনসার আলী সাগর ভোট বর্জন করেছেন।

রোববার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে শিমলা ইউনিয়নের নয়টি কেন্দ্র নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা দখল করে নিয়েছে এমন অভিযোগ করে তিনি সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।

সকাল থেকে টাঙ্গাইলের চারটি উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

এরমধ্যে মির্জাপুর উপজেলার ছয়টি ও সখিপুর উপজেলার দু্ইটি ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নে সংরক্ষিত ৩নং ওয়ার্ড ও বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৫নং ওয়ার্ডে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্যে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।