ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামগঞ্জে দুই যুবলীগ কর্মীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
রামগঞ্জে দুই যুবলীগ কর্মীর জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার দায়ে দুই যুবলীগ কর্মীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ভোটগ্রহণের সময় লামচর ইউনিয়নে নিচহরা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেখপুরা গ্রামের বাসিন্দা তাবু তাহেরের ছেলে মো. রিয়াজ, তাজল হকের ছেলে আল আমিন।

তারা স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহসেন চৌধুরী জানান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও অবৈধ উপায় অবলম্বনের দায়ে দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দোষ স্বীকার করলে বিচারক তাদের দু’জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ, একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড ও লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ইউপি চেয়ারম্যান ও দুই জন সাধারণ সদস্যের মৃত্যুতে ওই পদগুলো শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।