ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে আ’লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে আ’লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের তিন উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যটির এখনো (রাত ৯টা পর্যন্ত) ভোটগণনা শেষ হয়নি।

সখীপুরে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, ৩ নং গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া (নৌকা ) ও ৭ নং দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের আনছার আলী আসিফ (নৌকা)।

 

মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩টি আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, লতিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন, ভাওরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন, আজগনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রৌফ ও তরফপুর ইউনিয়নে বিএনপির সাইদ আনোয়ার। বহুরিয়া ইউনিয়নে ভোট পুনঃগননা করার কারণে এখনো (রাত ৯টা) পর্যন্ত কোনো ফলাফল ঘোষণা করা হয়নি।

গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম হোসেন আলী (নৌকা) বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।