ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোনা মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মোয়াজ্জেম হোসেন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে ওই ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের নারী ও সাধারণ সদস্য পদে জয়ী প্রার্থীদের নাম জানাতে পারেননি তিনি।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরাটিয়া ও দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার বরাটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে বেসরকারিভাবে তালা প্রতীক নিয়ে জয়ী আবুল হাসেম। তার প্রাপ্ত ভোট এক হাজার ১৫১। অপরদিকে এক হাজার ৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন মিজানুর রহমান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হন আমিনুর রহমান। তার প্রাপ্ত ভোট ৯৯৯টি। অপরদিকে ৫১৪টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন আব্দুল জলিল।

নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, হরিরাপুরের লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদে ২০১২ সালে সর্বশেষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ায় নিয়মমতে সেখানে এখন নির্বাচন অনুষ্ঠিত হলো।

অপরদিকে ঘিওর ও দৌলতপুর উপজেলার সাধারণ ওয়ার্ডের সদস্যরা মারা যাওয়ায় সেখানে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।