ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইলিয়াস আলীর গুম আন্তর্জাতিক সংস্থায় তুলে ধরার আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ইলিয়াস আলীর গুম আন্তর্জাতিক সংস্থায় তুলে ধরার আহবান ইলিয়াস আলীর গুম আন্তর্জাতিক সংস্থায় তুলে ধরার আহবান। ছবি: বাদল-বাংলানিউজ

ঢাকা: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়টি আর্ন্তজাতিক সংস্থায় তুলে ধরে সরকারের মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ইলিয়াস আলীর গুমের ৫ বছরে তাকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সিলেট বিভাগ সংহতি সম্মেলনী, ঢাকা আয়োজিত আলোচনা সভায় ফখরুল বলেন, ইলিয়াস আলীর গুমের পর আন্দোলন আরো শক্তিশালী করতে পারতাম।

তখন যদি তার গুমের বিষয়টি আমরা আর্ন্তজাতিক সংস্থায় তুলে ধরতাম তখন ইলিয়াসকে হয়তো পেতাম না অন্তত সরকারের মুখোশ উন্মোচিত হতো। এখন আমাদের ইলিয়াস আলীর বিষয়টি তুলে ধরতে হবে। সরকারের মুখোশ উন্মোচিত করতে হবে।

বিএনপি ঐক্যবদ্ধ হলে সরকার পতন সময়ের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে গেলে সরকারের পতন ঠেকাতে পারবে না। অপশক্তিকে ঠেকাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিস্তা চুক্তির বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারের তিস্তার পানি আনার ক্ষমতা নেই, কারণ তার গণভিত্তি নেই। ভারত যখন বললো, তিস্তার পানি দিতে পারবো না, তখন তিনি (প্রধানমন্ত্রী) কেনো বললেন না, আমরা অন্য চুক্তি করবো না? এই সেবাদাস, নতজানু সরকারকে দিয়ে জনগণের সেবা হবে না। তাদের কাজ হচ্ছে জোর করে ক্ষমতা ধরে রাখা। জনগণের শক্তি দিয়ে আমাদের তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  যুবদলের সভাপতি শামসুল আলম নিরব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমসি/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।