ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এক মামলায় ফখরুলের হাজিরা, তিন মামলার চার্জ শুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এক মামলায় ফখরুলের হাজিরা, তিন মামলার চার্জ শুনানি

ঢাকা: রাজধানীর পল্টন থানার এক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ২৯ মে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


রোববার (২৩ এপ্রিল) সকালে ঢাকার সিএমএম আদালতে হাজিরা দেন মির্জা ফখরুল।

ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে জানান, পল্টন থানার এক মামলায় হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল। অন্য তিন মামলায় বেলা ১১টা নাগাদ অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য ধার্য আছে।

তিনি আরো জানান, তিনটি মামলার মধ্যে দু’টি পল্টন থানার ও একটি শাহজাহানপুর থানার। ২০১৩ সালের মে মাসে মামলাগুলো দায়ের করা হয়।

মামলাগুলোর উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বরকতউল্লাহ বুলু, সাইফুল ইসলাম নীরব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমআই/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।