ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইন্দুরকানিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইন্দুরকানিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা 

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় রাসেল শেখ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাসেল উপজেলার লাহুরি গ্রামের রাজ্জাক শেখের ছেলে।

 

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রাসেল পিরোজপুর শহরের বাইপাস সড়কের ভাড়াবাসা থেকে বের হয়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় পাঁচ থেকে ছয়জন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আরো খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাসেল মারা যান।  

রাসেলের বাবা রাজ্জাক শেখ বলেন, রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রাসেলকে কুপিয়ে হত্যা করেছে।  

পিরোজপুর সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ রানা বাংলানিউজকে জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

এ ঘটনায় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।