ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থগিতই থাকবে খালেদার চার মামলার কার্যক্রম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
স্থগিতই থাকবে খালেদার চার মামলার কার্যক্রম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার চার মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত চেয়ে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন চেম্বার আদালত আবেদনটি দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

২০১৫ সালের শুরুতে বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় এসব মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঢাকার বিচারিক আদালত এ চার মামলায় অভিযোগ আমলে নেন। যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

ওই আবেদনের শুনানি নিয়ে গত ১৩ এপ্রিল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ওই মামলাগুলোর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষ।

চেম্বার আদালত আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করায় আইনজীবীরা জানিয়েছেন, ওই চার মামলার কার্যক্রম স্থগিতই থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।