ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি নির্বাচনে অংশ নিলে জঙ্গি হামলা কমে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
‘বিএনপি নির্বাচনে অংশ নিলে জঙ্গি হামলা কমে যাবে’ ‘বিএনপি নির্বাচনে অংশ নিলে জঙ্গি হামলা কমে যাবে’

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে চলমান জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। তবে আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি হামলা অনেকাংশে কমে যাবে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা মরহুম হাজী ইদ্রিস জামে মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে বিফ্রিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।

বিরোধী রাজনৈতিক দলগুলোর নিজস্ব সংকট ও ব্যর্থতার কারণে জঙ্গিবাদের উত্থান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সব রাজনৈতিক শক্তি ভেদাভেদ ভুলে নির্বাচনে অংশ নিলে জঙ্গিবাদেরও পতন হবে।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিজেদের দলীয় সংকট ও রাজনৈতিক ব্যর্থতা ভুলে তারা যদি এখন থেকেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে। তাহলে দেশে বিচ্ছিন্নভাবে চলমান যেসব জঙ্গি কর্মকাণ্ড রয়েছে তা অনেকাংশে কমে যাবে।    

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন-নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, মরহুম হাজী ইদ্রিসের জ্যোষ্ঠ সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রাহিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।