ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেয়রের বাড়ির সামনে রাজশাহী যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
মেয়রের বাড়ির সামনে রাজশাহী যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে রাজশাহীর মেয়র বুলবুলের বাড়ির সামনে পদবঞ্চিতদের বিক্ষোভ ; ছবি-বাংলানিউজ

রাজশাহী: নবগঠিত মহানগর যুবদল কমিটি প্রত্যাখ্যান করে রাজশাহী সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। শনিবার(২৯ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

এ সময় মেয়র বুলবুল বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তিনি বাইরে এসে যুবদলের কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার আশ্বাস দিলে নেতাকর্মীরা শান্ত হন।

শনিবার রাত ৯টার দিকে যুবদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী মেয়র বুলবুলের বাড়ির সামনে জড়ো হয়। এ সময় তারা নবগঠিত রাজশাহী মহানগর যুবদল কমিটি প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন।  

তাদের অভিযোগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন, তাদেরই কমিটিতে স্থান দেয়া হয়েছে। যুবদলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। তাই অবিলম্বে নবগঠিত মহানগর যুবদল কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি করার দাবি জানানো হয়। পরে রাত ১০টার দিকে মেয়র বুলবুল বাড়ি থেকে বের হয়ে নেতাকর্মীদের শান্ত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কেন্দ্র থেকে আবুল কালাম আজাদ সুইটকে রাজশাহী মহানগর যুবদলের সভাপতি এবং মাহাফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।