ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সালথায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
সালথায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত

ফরিদপুর: সালথা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে জিয়াউর রহমান (২২) নামে এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) সকালে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় আটঘর ইউপির চেয়ারম্যান মো. সোহাগের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। বাধা দিতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হোসেন বাংলানিউজকে জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরকেবি/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।