ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ৪, ২০১৭
‘প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কাশেম হারুন

ঢাকা: দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ। এসব কথা বলে তিনি অপরাধ করছেন, জনগণের সঙ্গে প্রতারণা করছেন।

বৃহস্পতিবার (০৪ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথসভায় এসব কথা বলেন তিনি।

সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে  মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার পুরোপুরি দুর্নীতিবাজ।

বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়াই তার প্রমাণ’।

তিনি আরো বলেন, ‘গতকাল (বুধবার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদ্‌যাপিত হয়েছে। আপনারাই এর প্রমাণ যে, দেশের গণমাধ্যম কতোটা স্বাধীন’।

ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির কর্মীসভার তারিখ ঘোষণা করে ফখরুল বলেন,  ‘দেশের বিভিন্ন জায়গায় কর্মীসভায় বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে নাটোরে কর্মীসভা করতে দেওয়া হয়নি। মহানগরে কর্মীসভার কথা আপনাদের জানিয়ে রাখছি। কেননা, মহানগর পুলিশ বিভিন্ন সময়ে বাধা দেয়’।

আগামী ০৭ মে দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণের কর্মীসভা ঢাকা মহানগর নাট্যমঞ্চে এবং ০৮ মে ঢাকা মহানগর উত্তরের কর্মীসভা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এএম/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।