ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিথ্যার প্রতিযোগিতা করবেন না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
মিথ্যার প্রতিযোগিতা করবেন না মানববন্ধনে হাছান মাহমুদ-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: দয়া করে মিথ্যার প্রতিযোগিতা করবেন না। জঙ্গিদের সহায়তামূলক রাজনীতি করবেন না। রাজনীতি করতে গিয়ে দেশের এতো বড় ক্ষতি করবেন না। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে (বিএনপি) উদ্দেশ্য করে এসব কথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জামায়াত চিরদিনই মিথ্যাচারের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী।

গত কয়েকদিন ধরে বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে ও বিভিন্ন সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন। তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভঙ্গ করছেন। দেশের সুনাম নষ্ট করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু দেশ পরিচালনাকে বিব্রত করার উদ্দেশ্যে তারা এসব কাজ করছেন।  

বিএনপির কারণে দেশের জঙ্গি নির্মূল সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক। বিএনপির নেতাদের বক্তব্যই প্রমাণ করছে তারা এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত।  

মানবতার দিক বিবেচনা করে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তারপর আবার অন্য আরেকটি দেশের জনগণদের জায়গা দেওয়া একটা অতিরিক্ত চাপ ছাড়া আর কিছুই না। এই চাপ বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে জেনেও শুধু মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মায়ানমার সরকারকেও অনুরোধ জানিয়েছেন এ হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য।  

সংগঠনটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার জাকির আহমেদ, সংগঠনটির সহ-সভাপতি আব্দুস সালাম, খোন্দকার ফরিদ আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা মায়ানমারের সামরিক শাসিত সরকারের অত্যাচার ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপির রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
এমএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।