বুধবার (০৬ সেপ্টেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমির হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
পরে সানজিদ সিদ্দিকী জানান, কাপ্তাই উপজেলার ওয়াগ্না ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্য সংগ্রহের সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ এনে গত ২৭ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াগ্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ আগস্ট ইউনিয়ন পরিষদের কার্যালয়ের তালা ভেঙে আসামিরা হলরুমে ঢোকেন এবং হলরুমের দেওয়ালে ঝুলানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে কটূক্তি করে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
ইএস/এএসআর