ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদ কক্সবাজার যাচ্ছেন বৃহস্পতিবার  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এরশাদ কক্সবাজার যাচ্ছেন বৃহস্পতিবার   হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: অসহায়, নির্যাতিত, আশ্রয়হীন রোহিঙ্গা মুসলিমদের দেখতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওইদিন সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন।

 

এ সময় তার সঙ্গে থাকবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, মেজর খালেদ আখতার (অব.), জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান ও কৃষক পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মামুন সহ কেন্দ্রীয় নেতারা।

কক্সবাজার বিমান বন্দরে পৌঁছাবেন পৌনে বেলা ১১টায়। ১২টায় তিনি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা মুসলিম ক্যাম্প পরিদর্শন করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার রয়াল টিউলিপ হোটেলে মধ্যাহ্নভোজ ও রাত্রি যাপন করবেন।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার বিমান বন্দর থেকে নভো এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।