বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, মিয়ানমারে রোহিঙ্গা শুধু মুসলমানই না, সেখানে হিন্দু-খ্রিস্টানদেরকেও নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর পেছনে অর্থনীতি, ক্ষমতার রাজনীতি এবং ভূ-রাজনীতিসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর স্বার্থ জড়িত রয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সদস্য মোহাম্মদ দিদার বলেন, রোহিঙ্গারা এই বিশ্বে জন্মগ্রহণ করেও তারা থাকার জায়গা পাচ্ছে না। এই পুঁজিবাদী ও ক্ষমতার লড়াইয়ের বিশ্বে এটাই হওয়া অনিবার্য ছিলো। আমরা মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
মানববন্ধনে ছাত্র ফ্রন্টের সংগঠক নিশাত তাসনিম জুঁইয়ের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন- পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, আবু সাইদ, আব্দুল মান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জিপি