বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের মা আতিয়া বেগম মহানগরীর শাহপরান থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ ইতোমধ্যেই আসামিদের সনাক্ত করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
নিহত মাসুম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোদারায় গ্রামের মাসুক মিয়ার ছেলে। তিনি সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া থাকতেন। মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান গ্রুপের ছাত্রলীগ কর্মী।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের শিবগঞ্জের লামাপাড়ায় কাজে যান মাসুম। এ সময় অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। এতে গুরুতর আহত হন মাসুম। উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এনইউ/এএসআর