ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ফুলবাড়িয়ার উন্নয়ন প্রকল্পে রেকর্ড দুর্নীতি হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
‘ফুলবাড়িয়ার উন্নয়ন প্রকল্পে রেকর্ড দুর্নীতি হয়েছে’

ময়মনসিংহ : টি আর, কাবিখা, কাবিটাসহ সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ফুলবাড়িয়ায় রেকর্ড অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ।

কিন্তু উন্নয়ন প্রকল্পে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির কারণে ফুলবাড়িয়ায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। ফুলাড়িয়ার সার্বিক উন্নয়নে জনগণের পক্ষে কাজ করতে চাই।  

শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের বোরকা তালতলা বাজারে নুরু মেম্বারের সভাপতিত্বে স্থানীয় জাসদ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর জাসদ সভাপতি শামসুল আলম খান, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, শরীয়ত উল্লাহ মাষ্টার, ইব্রাহিম খলিল মাষ্টার, ফজলুল হক মাষ্টার, খোরশেদ আলম, নুরে আলম বিএসসি প্রমুখ।  

সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, ফুলবাড়িয়ার আপামর জনসাধারণ পরিবর্তন চায়। জনগণের এমন আবেগকে ধারণ করেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে মাঠে নামতে আমাকে নির্দেশনা দেয়া হয়েছে। আমি মনোনয়ন পেয়ে এমপি হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে কাজ করবো।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭ 
এমএএএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।