ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নালিতাবাড়ীতে ছাত্রলীগ সভাপতিসহ ১৭ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
নালিতাবাড়ীতে ছাত্রলীগ সভাপতিসহ ১৭ জন কারাগারে

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কাঠমিস্ত্রী বিশ্বদেব দে’র মৃত্যুকে কেন্দ্র করে এএসপি সার্কেল অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দ্রুতবিচার আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ১৭ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর)  দুপুরে মুখ্য বিচারিক হাকিম মো. সাইদুর রহমানের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর মধ্যে নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব (২৪), শহীদ নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক জিএস বঙ্গবন্ধু যুব ঐক্য পরিষদের সভাপতি মো. আসাদুজ্জামান সোহেল (৪৫) এবং ছাত্রলীগ নেতা আবু ঈলিয়াস সাদ্দাম ও মো. সাদ্দাম হোসেনসহ ১৭ জন রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণকারী ১৭ জনের জামিন নামঞ্জুর করে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ।

রোববার একই মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া তৌহিদুল ইসলামকে আদালত জামিন দিয়েছেন। এছাড়া গ্রেফতারকৃত আরেক আসামি রানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১ অক্টোবর রাতে নালিতাবাড়ীতে কাঠমিস্ত্রী বিশ্বদেব দে মৃত্যুকে কেন্দ্র করে এএসপি সার্কেল অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ অভিযোগে ২৮ জনের নাম উল্লেখসহ আড়াই শতাধিক অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের হয়।

সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী) সার্কেল মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ মামলায় ১৭ আসামিকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রানা আহমেদ নামে এক আসামিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।