মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে ‘রুশ বিপ্লবের শতবর্ষ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে মানবাধিকার ও জনকল্যাণমূলক কাজের স্বীকৃতির প্রতিষ্ঠা রুশ বিপ্লবেরই ফল।
ইনু বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি রূপে সমাজতন্ত্র গ্রথিত। সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় এনে মেহনতি মানুষের সম্মান আর শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের কাজ। আর একাজে শান্তি বিনষ্টকারী জঙ্গি ও দেশবিরোধী রাজাকারদের কোনো স্থান নেই।
জাসদ মহানগর আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আরআর