ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় হরতালে জীবনযাত্রা স্বাভাবিক, আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
খুলনায় হরতালে জীবনযাত্রা স্বাভাবিক, আটক ৪

খুলনা: জামায়াতের ডাকা হরতালে খুলনায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।  সতর্ক অবস্থানে আছে আইন-শৃঙ্খলা বাহিনী।

জামায়াতের আমির মকবুল আহমাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সারাদেশে  এ হরতাল পালন করছে জামায়াত।

সকাল সাড়ে ৭টায় খুলনা মেডিকেলের পেছন থেকে মিছিল বের করার চেষ্টাকালে ৪ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

 
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা বাংলানিউজকে বলেন,  হরতালের সমর্থনে খুলনা মেডিকেলের পেছন থেকে মিছিল বের করার চেষ্টাকালে ৪ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করা হয়েছে।  আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে হরতালের সমর্থনকারীরা মিছিল কিংবা পিকেটিং করতে পারে নি।  খুলনায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি তিনি।

হরতালে কোনো মিছিল করতে পারেন নি পিকেটাররা। এমনকি হরতালের বিপক্ষেও নগরীতে কোনো মিছিল- সমাবেশ হয়নি।

এদিকে হরতাল চলাকালে খুলনায় সকাল থেকেই যান চলাচল করছে। দূর পাল্লার বাসও ছেড়ে যাচ্ছে। স্বাভাবিক দিনের মতোই খুলতে শুরু করেছে দোকান পাট, মার্কেট।
সরেজমিনে দেখা গেছে, হরতালে নগরীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোর থেকে রাস্তায় পুলিশ ও র‌্যাবের টহল চলছে। হরতালের সম্ভাব্য সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা,  অক্টোবর ১২, ২০১৭
এমআরএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।