ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দামুড়হুদায় জামায়াতের চার নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫১, অক্টোবর ১২, ২০১৭
দামুড়হুদায় জামায়াতের চার নেতাকর্মী গ্রেফতার দামুড়হুদায় জামায়াতের চার নেতাকর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফাতর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- দামুড়হুদার উপজেলার হাউলি ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবিদ উল্লাহ টিটন, দামুড়হুদার জামায়াত কর্মী হাবিবুর রহমান ও দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের জামায়াত কর্মী শামসুল ইসলাম ভুলু।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হরতালে নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।  

এছাড়া দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।