ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাবিপ্রবি ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
হাবিপ্রবি ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল   হাবিপ্রবিতে হরতাল বিরোধী মিছিল

দিনাজপুর: সারাদেশে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে  হাবিপ্রবির ক্যাম্পাস চত্বর থেকে শুরু হয়ে দিনাজপুর-দশমাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে পুনরায় ক্যাম্পাস চত্বরে শেষ হয় মিছিলটি।  মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাবিপ্রবি ছাত্রলীগ নেতা মামুন অর রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোমিনুল হক রাব্বী প্রমুখ।  

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি ও জামায়াতের অনৈতিক হরতাল দেশের জনগণ কখনো মানেনি আর কোন দিন মানবেও না। যে কোন ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।