ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার দায়ে জামায়াত নেতা কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার দায়ে জামায়াত নেতা কারাগারে

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় নাশকতার মামলায় গ্রেফতার হওয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলামকে (৩৮) বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাকে নিজ বাড়ি থেকে আটক করে বিকেলে আদালতে তোলে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই জামায়াত নেতা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে এবং বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুইয়া জানান, আরিফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, রাজশাহীর পুঠিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।