বুধবার (১৮ অক্টোবর) ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে’ বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চিকিৎসা শেষ না হলেও খালেদা জিয়া যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকেই সরকারের মধ্যে নার্ভাস্নেস, সাংঘাতিক আশঙ্কা ও ভয়-ভীতি কাজ করছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ ও শাহ মো. নেছারুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএসি/এএসআর