ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় ছাত্রদলের কর্মসূচি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় ছাত্রদলের কর্মসূচি 

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। 

সোমবার (২৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।  

এর আগে তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট আমলে নিয়ে সোমবার (২৩ অক্টোবর) তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।

 

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনায়ক তারেক রহমান দেশবিরোধী অপশক্তির প্রধান টার্গেট। তাই আইন আদালত আর আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এই অবৈধ সরকার জননেতা তারেক রহমানকে নাজেহাল করার চেষ্টা করছে। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এবং সীমাহীন দুর্নীতির কারণে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই বিচারকের ঘাড়ে বন্দুক রেখে সত্য বলার পথকে রুদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছে। কিন্তু তিনি সরকারের সকল ধরনের নিষ্ঠুর অত্যাচার মোকাবেলা করে এই দেশের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার দাবি করেন, অন্যথায় এ নগ্ন ও ঘৃনিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে দুর্বার ছাত্র গণআন্দোলন গড়ে তোলা হবে, যার মাধ্যমে এই অবৈধ সরকারের শোচনীয় পতন ঘটবে।

এদিকে একই দাবিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

যথাযথভাবে কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন
 সংগঠন দুটির নেতারা।  

২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।