মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, পশ্চিমা শাসক গোষ্ঠী এ দেশকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন চালায়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন-গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও সাবেক জেলা ডেপুটি ইউনিট কমান্ডার এবং ২৪ অক্টোবর উদযাপন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম, জেলার সাবেক ইউনিট কমান্ডার মুবিনুল হক জুয়েল, মাহমুদুল হক শাহজাদা, নাজমুল আরেফিন তারেক, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার নাজিম উদ্দিন মণ্ডল, আব্দুল জলিল তোতা, আবু বক্কর সিদ্দিক, আফতাব হোসেন দুদু, রফিকুল ইসলাম বকুল, মকফুর রহমান, আব্দুল মান্নান মণ্ডল, লাল মিয়া, মোহাব্বত আলী, আজাহার আলী প্রমুখ।
উল্লেখ্য, ২৪ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে সাঘাটা উপজেলার ত্রিমোহনী ঘাটে পাকিস্তানী হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। তাতে শহীদ হন ১২ জন বীর মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই