দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানের ১০ বছরের কারাদণ্ডাদেশ ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে বৃহস্পতিবারের (২৬ অক্টোবর) এ হরতাল ডাকা হয়েছে।
হরতালে ডাকা হলেও সকাল থেকে মাঠে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে।
তবে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
সকাল থেকে জেলার বিভিন্ন আঞ্চলিক ও দূর পাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট।
এদিকে, হরতালের বিপক্ষে সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পায়রা চত্বরে ফিরে যায়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই