বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজিরপুর থানায় মামলাটি দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর রাত ২টার দিকে মাটিভাঙ্গা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বেদার ফরাজী। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি পালিয়ে যান।
নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী বাংলানিউজকে বলেন, বেদার ফরাজীর বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ ওঠায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে থানায় আরো তিনটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ