ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি ও বুয়েট ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ঢাবি ও বুয়েট ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাবি ও বুয়েট ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়: কর্মী আটক রাখাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মী ইমরানকে আটক করে রাখে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সাদমান নামে বুয়েট ছাত্রলীগের এক কর্মী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গাঁজা সেবন করা নিয়ে জহুরুল হক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদারের অনুসারী ও বুয়েট ছাত্রলীগ কর্মীদের  মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এ ঘটনা ঘটে।

জহুরুল হক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার বাংলানিউজকে বলেন, বুয়েট ছাত্রলীগ ভুল করে আমাদের কর্মীকে আটক করে রাখে। পরে তাকে আনতে গেলে তারা হামলা করে।

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদারকে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসকেবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।