সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের খালেদার প্রতি অভিযোগ তুলে বলেন, ত্রাণ দিতে গিয়ে খালেদা ত্রাণ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছেন।
কাদের আরো বলেন, খালেদা ভেবেছিলেন লাখ লাখ মানুষের ঢল নামবে কিন্তু না মাত্র ৫ থেকে ৭ হাজার। জনতার ঢল কোথাও নামেনি।
খালেদার সড়কপথে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তার সরকারের সময়ের রাস্তা থাকলে কি এভাবে যেতে পারতেন? মেরিন ড্রাইভ রোডে হাওয়া খেতে খেতে যেতে পারতেন?
'তিনি (খালেদা জিয়া) ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিয়েছেন। আওয়ামী লীগ দিনে ২০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিচ্ছে’।
**চট্টগ্রামে ট্রাক মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএ/বিএস